পরিচ্ছেদ ২১.
মুতআ বিবাহ নিষিদ্ধ
বুলুগুল মারাম : ৯৯৮
বুলুগুল মারামহাদিস নম্বর ৯৯৮
وَعَنِ ابْنِ مَسْعُودٍ - رضي الله عنه - قَالَ: لَعَنَ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم - الْمُحَلِّلَ (1) وَالْمُحَلَّلَ لَهُ. رَوَاهُ أَحْمَدُ وَالنَّسَائِيُّ، وَالتِّرْمِذِيُّ وَصَحَّحَهُ
রবী' বিন সাবুরাহ (রাঃ) হতে বর্ণিতঃ
রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, আমি তোমাদেরকে মেয়েদের সাথে ‘মুত্আ’ বিবাহ (স্বল্পকালীন বিবাহ) করতে অনুমতি দিয়েছিলাম। অবশ্য আল্লাহ তাআলা এখন কিয়ামাত পর্যন্ত তা হারাম করে দিয়েছেন। যদি ঐরুপ কোন মেয়ে কারো নিকটে এখনও থেকে থাকে তবে তার পথকে উন্মুক্ত করে দিবে অর্থাৎ তাকে বিদায় করে দিবে এবং তাকে তোমাদের দেয়া কিছু ফেরত নেবে না। মুসলিম, আবু দাউদ, ইবনু মাজাহ, আহমাদ ও ইবনু হিব্বান। [১০৯১]
[১০৯১] মুসলিম ১৪০৬, আবু দাউদ ২০৭২, ইবনু মজাহ ১৯৬২, নাসাঈ ৩৩৬৮. আহমদ ১৪৯১৩, ১৪৯২১, দারিমী ২১৯৫, ২১৯৬।