পরিচ্ছেদ ২১.
মুতআ বিবাহ নিষিদ্ধ
বুলুগুল মারাম : ৯৯৬
বুলুগুল মারামহাদিস নম্বর ৯৯৬
وَعَنْ سَلَمَةَ بْنِ الْأَكْوَعِ - رضي الله عنه - قَالَ: رَخَّصَ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم - عَامَ أَوْطَاسٍ فِي الْمُتْعَةِ، ثَلَاثَةَ أَيَّامٍ، ثُمَّ نَهَى عَنْهَا. رَوَاهُ مُسْلِمٌ
সালামাহ বিন আল-আক্ওয়া (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ‘আওতাস’ (১) অভিযানকালে তিন দিনের জন্য ‘মুত্আহ’ বা সাময়িক বিবাহ-এর অনুমতি দিয়েছিলেন, তারপর তিনি তা নিষিদ্ধ করে দেন। [১০৮৯]
[১০৮৯] বুখারী ৫১১৯, মুসলিম ১৪০৫, আহমাদ ১৬০৬৯, ১৬০৯৯, বুখারী। আওতাস হচ্ছে তায়েফের একটি উপত্যকা। আর (আরবী) বলা হয় মক্কা বিজয়ের বছরকে।