পরিচ্ছেদ ২০.
বিবাহের শর্তাবলীর বিধান
বুলুগুল মারাম : ৯৯৫
বুলুগুল মারামহাদিস নম্বর ৯৯৫
وَعَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ - رضي الله عنه - قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم -: «إِنَّ أَحَقَّ الشُّرُوطِ أَنْ يُوَفَّى بِهِ، مَا اسْتَحْلَلْتُمْ بِهِ الْفُرُوجَ» مُتَّفَقٌ عَلَيْهِ
উক্বাহ বিন ‘আমির (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, যে শর্তের দ্বারা তোমরা মেয়েদের লজ্জাস্থানকে বৈধ করে নিয়েছ ঐ শর্তসমূহ পূরণের সর্বাপেক্ষা অধিক গুরুত্বপূর্ণ। [১০৮৮]
[১০৮৮] বুখারী ২৭২১, ৫১৫১, মুসলিম ১৪১৮, , তিরমিয়ী ১১২৭, নাসাঈ ৩২৮১, ৩২৮২. আবু দাউদ ২১৩৯, ইবনু মাজহ ২১৫৪, আহমাদ ১৬৮৫১, ১৬৯১১, দারেমী ২২০৩।