পরিচ্ছদঃ ১৪.
তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৯০৩
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৯০৩
وَعَنْ عَلِيٍّ قَالَ قَالَ رَسُولُ اللَهِ ﷺ يَا عَلِـيُّ اِنِّىْ أُحِبُّ لَكَ مَا أُحِبُّ لِنَفْسِيْ وَأَكْرَهُ لَكَ مَا أَكْرَهٗ لِنَفْسِي لَا تُقْعِ بَيْنَ السَّجْدَتَيْنِ. رَوَاهُ التِّرْمِذِيُّ
আলী (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু, আলাইহি ওয়া সাল্লাম) আমাকে বললেনঃ হে আলী! আমি আমার জন্য যা ভালবাসি তোমার জন্যও তা ভালবাসি এবং আমার জন্য যা অপছন্দ করি তোমার জন্যও তা অপছন্দ করি। তুমি দু সাজদার মাঝখানে (কুকুরের মতো) হাত খাড়া করে দিয়ে দুই পায়ের উপর বসো না। [১]
[১] য‘ঈফ : তিরমিযী ২৮২, য‘ঈফ আল জামি‘ ৬৪০০, ইবনু মাজাহ্ ৮৯৬। ইমাম তিরমিযী বলেনঃ হাদীসটি আমরা ‘আলী (রাঃ) হতে আল্ হারিস-এর সূত্রে আবূ ইসহক-এর বর্ণনা থেকেই পেয়েছি। সানাদের রাবী হারিস আল্ আ‘ওয়ারকে কতিপয় মুহাদ্দিস য‘ঈফ বলেছেন। আলবানী (রহঃ) বলেনঃ বরং যে খুবই দুর্বল যাকে ইমাম শা‘বী মিথ্যুক হিসেবে অভিহিত করেছেন। তার থেকে বর্ণনাকারী আবূ ইসহক আস্ সাবিয়ী ও অনুরূপ দুর্বল। হাদীসটি ইবনু মাজাহ্ আনাস (রাঃ) হতে আ‘লা এর বর্ণনায় সংকলন করেছেন। আ‘লা সম্পর্কে ‘আলী ইবনুল মাদীনী বলেনঃ সে হাদীস বানাতো রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নামে, মিথ্যাচার করতো।