পরিচ্ছদঃ ১৪.
তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৯০৪
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৯০৪
وَعَنْ طَلْقِ بْنِ عَلِـيٍّ الْحَنَفِيِّ قَالَ قَالَ رَسُولُ اللهِ ﷺ لَا يَنْظُرُ اللّهُ عَزَّ وَجَلَّ إِلى صَلَاةِ عَبْدٍ لَا يُقِيْمُ فِيهَا صُلْبَهٗ بَيْنَ خُشُوْعِهَا وَسُجُودِهَا- رَوَاهُ أَحْمَد
ত্বালক্ব ইবনু ‘আলী আল হানাফী (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু, আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ আল্লাহ সে বান্দার সলাতের প্রতি সুদৃষ্টি দেন না যে বান্দা সলাতের রুকূ ও সাজদায় তার পিঠ সোজা রাখে না। [১]
[১] সহীহ : আহমাদ ১৫৮৪৮, সহীহ আত্ তারগীব ৫২৭।