পরিচ্ছদঃ ১২.
তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৮৬৩
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৮৬৩
وَعَنْ عُرْوَةَ قَالَ إِنَّ أَبَا بَكْرٍ الصِّدِّيقَ صَلَّى الصُّبْحَ فَقَرَأَ فِيهمَا بِسُورَةِ الْبَقَرَةِ فِي الرَّكْعَتَيْنِ كِلْتَيْهِمَا. رَوَاهُ مَالِكٌ
উরওয়াহ ইবনু যুবায়র (রহঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, আবুবকর (রাঃ) ফাজরের সলাত আদায় করলেন। উভয় রাকাতেই সুরাহ বাকারাহ তিলাওয়াত করলেন।[১]
[১] য‘ঈফ : মুয়াত্ত্বা মালিক ১৮২। কারণ ‘উরওয়াহ্ আবূ বকর (রাঃ)-এর সাক্ষাৎ পাননি বিধায় মুনকাতির যা হাদীস দুর্বল হওয়ার অন্যতম একটি কারণ।