পরিচ্ছদঃ
তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ২১৭৯
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ২১৭৯
وَعَنْ عَبْدِ اللّٰهِ بْنِ مَسْعُودٍ أَنَّه قَالَ: إِنَّ لِكُلِّ شَىْءٍ سَنَامًا وَإِنَّ سَنَامَ الْقُرْاٰنِ سُورَةُ الْبَقَرَةِ وَإِنَّ لِكُلِّ شَىْءٍ لُبَابًا وَإِنَّ لُبَابً الْقُرْاٰنِ الْمُفَصَّلُ. رَوَاهُ الدَّارِمِىُّ
আবদুল্লাহ ইবনু মাস্‘ঊদ (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, প্রত্যেকটি বস্তুর একটি শীর্ষস্থান রয়েছে। কুরআনের শীর্ষস্থান হলো সূরা আল বাকারাহ্। প্রত্যেক বস্তুরই একটি ‘সার’ রয়েছে। কুরআনের সার হলো মুফাস্সাল সূরাহগুলো। (দারিমী)[১]
[১] হাসান : দারিমী ৩৪২০।