পরিচ্ছদঃ
তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ২১৭৮
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ২১৭৮
وَعَنْ مَعْقَلِ بْنِ يَسَارِ الْمُزَنِىِّ أَنَّ النَّبِىَّ ﷺ قَالَ: «مَنْ قَرَأَ ﴿يٰسٓ﴾ اِبْتِغَاءَ وَجْهِ اللّٰهِ تَعَالٰى غُفِرَ لَه مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِه فَاقْرَؤُوْهَا عِنْدَ مَوْتَاكُمْ». رَوَاهُ الْبَيْهَقِىُّ فِىْ شُعَبِ الْإِيمَانِ
মা‘কাল ইবনু ইয়াসার আল মুযানী (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি শুধু আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশে সূরা ইয়াসীন পড়বে, তার আগের গুনাহসমূহ (সগীরাহ্) মাফ করে দেয়া হবে। তাই তোমরা তোমাদের মৃত্যু (আসন্ন) ব্যক্তিদের কাছে এ সূরা পড়বে। (বায়হাক্বী- শু‘আবূল ঈমান)[১]
[১] য‘ঈফ : শু‘আবূল ঈমান ২২৩১, য‘ঈফাহ্ ৬৬২৩, য‘ঈফ আল জামি‘ ৫৭৮৫, য‘ঈফ আত্ তারগীব ৮৮৪।