পরিচ্ছদঃ ৬.
তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ১৯২৭
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১৯২৭
وَرَوَى الْبَيْهَقِيُّ فِىْ شُعَبِ الْإِيمَانِ عَنْهُ وَعَنْ أبىْ هُرَيْرَة وَأَبِىْ سَعِيْدٍ وَجَابِرٍ وَضَعَّفَه
বায়হাক্বী ‘আবদুল্লাহ ইবনু মাস্‘ঊদ, আবূ হুরায়রাহ্ (রাঃ), আবূ সা‘ঈদ ও জাবির (রাঃ) হতে বর্ণিতঃ
এ হাদীসটিকে ইমাম বায়হাক্বী ‘আবদুল্লাহ ইবনু মাস্‘ঊদ, আবূ হুরায়রাহ্, আবূ সা‘ঈদ ও জাবির (রাঃ) হতে শু‘আবুল ঈমানে নকল করেছেন। তিনি এটি দুর্বল বলেও আখ্যায়িত করেছেন। [১]
[১] য‘ঈফ : শু‘আবুল ঈমান ৩৫১৪, ৩৫১৫, সিলসিলাহ্ আয্ য‘ঈফাহ্ ৬৮২৪, কারণ আবূ হুরাইরার হাদীসের সানাদে হাজ্জাজ ইবনু নুসায়র-কে ইমাম যাহাবী য‘ঈফ বলেছেন আবার কেউ কেউ মাতরূক বলেছেন। আর মুহাম্মাদ ইবনু যাকওয়ান-কে ইমাম বুখারী মুনকারুল হাদীস বলেছেন। আবূ সা‘ঈদ -এর হাদীসের সানাদে رَجُلٌ একজন অপরিচিত রাবী।