পরিচ্ছদঃ ৬.
তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ১৯২৮
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১৯২৮
وَعَنْ أَبِىْ أُمَامَةَ قَالَ: قَالَ أَبُو ذَرٍّ: يَا نَبِيَّ اللّهِ أَرَأَيْتَ الصَّدَقَةُ مَاذَا هِيَ؟ قَالَ: «أَضْعَافٌ مُضَاعَفَةٌ وَعِنْدَ اللّهِ الْمَزِيْدُ» . رَوَاهُ أَحْمَدُ
আবূ উমামাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, আবূ যার (রাঃ) আরয করলেন, হে আল্লাহর রাসূল! আমাকে বলুন সদাক্বার সাওয়াব কী? রসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেনঃ এর সাওয়াব কয়েক গুণ। বরং আল্লাহর কাছে এর সাওয়াব আরও বেশী। (আহমাদ) [১]
[১] য‘ঈফ : আহমাদ ২২২৮৮, য‘ঈফ আত্ তারগীব ৫৩১। কারণ এর সানাদে ‘আলী ইবনু যায়দ একজন দুর্বল রাবী।