পরিচ্ছদঃ ৪৭.
দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ১৪৪৭
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১৪৪৭
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: كَانَ النَّبِيُّ ﷺ إِذَا خَرَجَ يَوْمَ الْعِيْدِ فِي طَرِيقٍ رَجَعَ فِي غَيْرِه. رَوَاهُ التِّرْمِذِيُّ وَالدَّارِمِيُّ
আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, নাবী (সাল্লাল্লাহু‘আলাইহি ওয়া সাল্লাম) ঈদের দিন এক পথ দিয়ে (ঈদগাহে) আসতেন। আবার অন্য পথ দিয়ে (বাড়ীতে) ফিরতেন। (তিরমিযী, দারিমী) [১]
[১] সহীহ : আত্ তিরমিযী ৫৪১, সহীহ আল জামি‘ ৪৭১০, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৬২৫১।