পরিচ্ছদঃ ৪৭.
দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ১৪৪৮
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১৪৪৮
وَعَن أبىْ هُرَيْرَة أَنَّه أَصَابَهُمْ مَطَرٌ فِي يَوْمِ عِيْدٍ فَصَلّى بِهِمُ النَّبِيُّ ﷺ صَلَاةَ الْعِيدِ فِي الْمَسْجِدِ. رَوَاهُ أَبُو دَاوُدَ وَابْنُ مَاجَهْ
আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, একবার ঈদের দিন তাঁদের সেখানে বৃষ্টি হচ্ছিল। তাই নাবী (সাল্লাল্লাহু‘আলাইহি ওয়া সাল্লাম) তাদের সবাইকে নিয়ে মাসজিদে ঈদের সলাত আদায় করলেন। (আবূ দাঊদ, ইবনু মাজাহ) [১]
[১] য‘ঈফ : আবূ দাঊদ ১১৬০, ইবনু মাজাহ্ ১৩১৩, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৬২৫৭। কারণ এর সানাদে ‘ঈসা এবং আবূ ইয়াহ্ইয়া আত্ তায়মী দু’জনই দুর্বল রাবী। হাফিয ইবনু হাজার (রহঃ) বলেছেন, হাদীসের সানাদটি দুর্বল।