পরিচ্ছদঃ ৪৫.
তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ১৪১৬
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১৪১৬
وَعَنْ كَعْبِ بْنِ عُجْرَةَ: أَنَّه دَخَلَ الْمَسْجِدَ وَعَبْدُ الرَّحْمنِ بْنُ أُمِّ الْحَكَمِ يَخْطُبُ قَاعِدًا فَقَالَ: انْظُرُوا إِلى هذَا الْخَبِيْثِ يَخْطُبُ قَاعِدًا وَقَدْ قَالَ اللهُ تَعَالى: ﴿وَإِذَا رَأَوْا تِجرَةً أَوْ لَهْوًا انْفَضُّوْا إِلَيْهَا وَتَرَكُوْكَ قَائِمًا﴾ [الجمعة : 62 : 11]. رَوَاهُ مُسْلِمٌ
কা‘ব ইবনু উজরাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি মাসজিদে হাজির হলেন। তখন ‘আবদুর রহমান ইবনু উম্মুল হাকাম বসে খুতবাহ্ দিচ্ছিলেন। কা‘ব বললেন, এ খবীসের দিকে তাকাও। সে বসে খুতবাহ্ দিচ্ছে। অথচ আল্লাহ তা‘আলা বলেন, “যখন তারা বাণিজ্য কাফেলা অথবা খেল-তামাশা দেখে, তোমাকে দাঁড়ানো অবস্থায় রেখে সেদিকে চলে যায়”- (সূরাহ্ আল জুমু‘আহ্ ৬২ : ১১)। (মুসলিম) [১]
[১] সহীহ : মুসলিম ৮৬৪, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৫৭০৪।