পরিচ্ছদঃ ৩৭.
তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ১৩০৪
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১৩০৪
وَعَنْ عَبْدِ اللهِ بْنِ أَبِيْ بَكْرٍ قَالَ: سَمِعْتُ أبِيْ يَقُوْلُ: كُنَّا نَنْصَرِفُ فِىْ رَمَضَانَ مِنَ الْقِيَامِ فَنَسْتَعْجِلُ الْخَدَمَ بِالطَّعَامِ مَخَافَةَ فَوْتِ السَّحُورِ. وَفِىْ أُخْرى مَخَافَة الْفَجْرِ. رَوَاهُ مَالِكٌ
আবদুল্লাহ ইবনু আবূ বাকর (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, আমি উবাইকে বলতে শুনেছি, তিনি বলেন, আমরা রমযান মাসে ‘ক্বিয়াম’ অর্থাৎ তারাবীহের সলাত শেষ করে ফিরতাম রাত শেষ হয়ে সাহরীর সময় থাকবে না ভয়ে খাদিমদেরকে তাড়াতাড়ি খাবার দিতে বলতাম। অন্য এক সূত্রের ভাষ্য হলো, ফাজরের সময় হয়ে যাবার ভয়ে (খাদিমদেরকে দ্রুত খাবার দিতে বলতাম)। (মালিক) [১]
[১] মালিক ৩৮২, শু‘আবুল ঈমান ৩০০২।