পরিচ্ছদঃ ৩৭.
তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ১৩০৩
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১৩০৩
وَعَنِ الْأَعْرَجِ قَالَ: مَا أَدْرَكْنَا النَّاسَ إِلَّا وَهُمْ يَلْعَنُونَ الْكَفَرَةَ فِىْ رَمَضَانَ قَالَ: وَكَانَ الْقَارِئُ يَقْرَأُ سُورَةَ الْبَقَرَةِ فِىْ ثَمَانِ رَكَعَاتٍ وَإِذَا قَامَ بِهَا فِىْ ثِنْتَىْ عَشْرَةَ رَكْعَةً رَأَى النَّاسُ أَنَّه قَدْ خَفَّفَ. رَوَاهُ مَالِكٌ
আ‘রাজ (রহঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, আমরা সব সময় লোকদেরকে (সহাবীদেরকে) পেয়েছি তারা রমযান মাসে কাফিরদের ওপর লা‘নাত বর্ষণ করতেন। সে সময় ক্বারী অর্থাৎ তারাবীহের সলাতের ইমামগণ সূরাহ আল বাক্বারাহ-কে আট রাকা‘আতে পড়তেন। যদি কখনো সূরাহু আল বাক্বারাহ-কে বারো রাকা‘আতে পড়ত, তাহলে লোকেরা মনে করত ইমাম সলাত সংক্ষেপ করে ফেলেছেন। (মালিক) [১]
[১] সহীহ : মালিক ৩৮১, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৪২৯৬, শু‘আবুল ঈমান ৩০০১।