পরিচ্ছদঃ ৩৩.
তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ১২৩৫
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১২৩৫
وَعَنْ عُثْمَانَ بْنِ أَبِي الْعَاصِ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللّهِ ﷺ يَقُوْلُ: «كَانَ لِدَاوُدَ عَلَيْهِ السَّلَامُ مِنَ اللَّيْلِ سَاعَةٌ يُوقِظُ فِيهَا أَهْلَه يَقُولُ: يَا آلَ دَاوُدَ قُومُوا فَصَلُّوا فَإِنَّ هذِه سَاعَةٌ يَسْتَجِيْبُ اللّهُ عَزَّ وَجَلَّ فِيهَا الدُّعَاءَ إِلَّا لِسَاحِرٍ أَوْ عَشَّارٍ». رَوَاهُ أَحْمَدُ
উসমান ইবনু আবুল ‘আস (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, আমি রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম)-কে বলতে শুনেছি : দাঊদ (‘আলাইহিস সালাম)-এর জন্যে রাত্রের (শেষাংশের একটি) সময় নির্ধারিত ছিল। যে সময়ে তিনি নিজের পরিবারের সদস্যদেরকে উঠাতেন। তিনি বলতেন, হে দাউদের পরিবারের লোকেরা! (ঘুম থেকে) জাগো এবং সলাত আদায় কর। কারণ এটা এমন মুহূর্ত, যে সময় আল্লাহ তা’আলা দু’আ কবুল করেন। কিন্তু জাদুকর ও ছিনতাইকারীর দু’আ কবুল হয়না। (আহ্মদ) [১]
[১] য‘ঈফ : আহমাদ ১৬২৪১, সিলসিলাহ্ আয্ য‘ঈফাহ্ ১৯৬২, য‘ঈফ আল জামি‘ ১৭৮০। দু’টি কারণে: প্রথমতঃ ‘আলী ইবনু যায়দ ইবনু জাদ্‘আন দুর্বল রাবী। দ্বিতীয়তঃ হাসান আল বাসারী এবং ‘উসমান ইবনু আবিল ‘আস-এর মধ্যে বিচ্ছিন্নতা। কারণ হাসান আল বসরী ‘উসমান (রাঃ) থেকে হাদীস শ্রবণ করেননি।