পরিচ্ছদঃ ২৯.
প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ১১৫১
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১১৫১
وَعَنْهُ قَالَ: كَانَ مُعَاذٌ يُصَلِّىْ مَعَ النَّبِيِّ ﷺ الْعِشَاءَ ثُمَّ يَرْجِعُ إِلى قَوْمِه فَيُصَلِّىْ بِهِمُ الْعِشَاءَ وَهِيَ لَه نَافِلَة. أخرجه الشَّافِعِي فِي مُسْنده والطَّحَاوِي وَالدَّارَقُطْنِيّ وَالْبَيْهَقِيّ
জাবির (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, মু’আয (রাঃ) নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সঙ্গে জামা'আতে ইশার সলাত আদায় করতেন। তারপর নিজ জাতির কাছে ফিরে এসে তাদের আবার ইশার সলাত আদায় করাতেন। তার জন্যে তা ছিল নাফল। (শাফিঈ তাঁর মুসনাদে, তুহাবী, দারাকুত্বনী ও বায়হাক্বী) [১]
[১] সহীহ : মুসনাদে শাফি‘ঈ ৩০৬, সুনান আস্ সগীর লিল বায়হাক্বী ৫২৫।