পরিচ্ছদঃ ২৯.
দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ১১৫২
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১১৫২
عَن يَزِيْد بْن الْأسْوَد قَالَ: شَهِدْتُ مَعَ النَّبِيِّ ﷺ حَجَّتَه فَصَلَّيْتُ مَعَه صَلَاةَ الصُّبْحِ فِىْ مَسْجِدِ الْخَيْفِ فَلَمَّا قَضى صَلَاتَه وَانْحَرَفَ فَإِذَا هُوَ بِرَجُلَيْنِ فِىْ اخِرِ الْقَوْمِ لَمْ يُصَلِّيَا مَعَه قَالَ: عَلَيَّ بِهِمَا فَجِيءَ بِهِمَا تُرْعَدُ فَرَائِصُهُمَا فَقَالَ: مَا مَنَعَكُمَا أَنْ تُصَلِّيَا مَعَنَا؟ . فَقَالَا: يَا رَسُولَ اللّهِ إِنَّا كُنَّا قَدْ صَلَّيْنَا فِىْ رِحَالِنَا. قَالَ: فَلَا تَفْعَلَا إِذَا صَلَّيْتُمَا فِىْ رِحَالِكُمَا ثُمَّ أَتَيْتُمَا مَسْجِدَ جَمَاعَةٍ فَصَلِّيَا مَعَهُمْ فَإِنَّهَا لَكُمَا نَافِلَةٌ . رَوَاهُ التِّرْمِذِيُّ وَأَبُو دَاوُدَ وَالنَّسَائِيُّ
ইয়াযীদ ইবনু আস্ওয়াদ (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, আমি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সঙ্গে হজ্জে (বিদায় হাজ্জ) গিয়েছিলাম। সে সময় আমি একদিন তার সঙ্গে মসজিদে খায়েফে ফাজরের সলাত আদায় করেছি। তিনি সলাত সমাপ্ত করে পেছনের দিকে তাকিয়ে দেখলেন জামা’আতের শেষ প্রান্তে দু'লোক বসে আছে। যারা তাঁর সঙ্গে (জামা'আতে) সলাত আদায় করেনি। তাদের দেখে তিনি বললেন তাদেরকে আমার নিকট নিয়ে আসো। তাদের এ অবস্থায়ই রসূলের নিকট হাযির করা হলো। ভয়ে তখন তাদের কাধের গোশত থরথর করে কাঁপছিল। রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাদেরকে প্রশ্ন করলেন। আমাদের সঙ্গে সলাত আদায় করতে তোমাদেরকে কে বাধা দিয়েছে? তারা আরয করলো! হে আল্লাহর রসূল। আমরা আমাদের বাড়িতে সলাত আদায় করে এসেছি। রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এ কথা শুনে বললেন ভবিষ্যতে এ কাজ আর করবে না। তোমরা ঘরে সলাত আদায় করে আসার পরও মাসজিদে এসে জামা'আত চলছে দেখলে জামা'আতে সলাত আদায় করে নিবে। এ সলাত তোমাদের জন্যে নাফল হয়ে যাবে। (তিরমিয়ী, আবু দাউদ, নাসায়ী) [১]
[১] সহীহ : আবূ দাঊদ ৫৭৫, আত্ তিরমিযী ২১৯, নাসায়ী ০৮৫৮, আহমাদ ১৭৪৭৫, দারিমী ১৪০৭, মু‘জাম আল কাবীর লিত্ ত্ববারানী ৬১০, দারাকুত্বনী ১৫৩৪, সুনান আস্ সগীর লিল বায়হাক্বী ৫৫১, সহীহ ইবনু হিব্বান ১৫৬৪।