পরিচ্ছদঃ ২৯.
প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ১১৫০
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১১৫০
عَنْ جَابِرٍ قَالَ: كَانَ مُعَاذُ بْنُ جَبَلٍ يُصَلِّىْ مَعَ النَّبِيِّ ﷺ ثُمَّ يَأْتِىْ قومه فَيصَلىْ بهم. (مُتَّفَقٌ عَلَيْهِ)
জাবির (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, মুআয ইবনু জাবাল (রাঃ) রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সঙ্গে সলাত আদায় করতেন। এরপর নিজের গোত্রে এসে তাদের সলাত আদায় করাতেন। (বুখারী, মুসলিম) [১]
[১] সহীহ : বুখারী ৭১১, মুসলিম ৪৬৫।