পরিচ্ছদঃ ২৩.
তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ১০৭৪
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১০৭৪
وَعَنْهُ قَالَ: أَمَرَنَا رَسُولُ اللّهِ ﷺ: إِذَا كُنْتُمْ فِي الْمَسْجِدِ فَنُودِيَ بِالصَّلَاةِ فَلَا يَخْرُجْ أَحَدُكُمْ حَتّى يُصَلِّيَ. رَوَاهُ أَحْمَدُ
উক্ত রাবী [আবূ হুরায়রাহ্ (রাঃ)] হতে বর্ণিতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আমাদেরকে আদেশ করেছেনঃ তোমরা যখন মাসজিদে থাকবে আর সে মুহূর্তে আযান দিলে তোমরা সলাত আদায় না করে মাসজিদ ত্যাগ করবে না। (আহমাদ) [১]
[১] য‘ঈফ : আহমাদ ১০৯৩৩, য‘ঈফ আত্ তারগীব ১৭৫। কারণ এর সানাদে বর্ণনাকারী শরীক একজন খারাপ স্মৃতিশক্তিসম্পন্ন ব্যক্তি।