পরিচ্ছেদ ১৯.
ইহরামরত ব্যক্তির নিজের বিবাহ করা বা অপরকে বিবাহ দেওয়া নিষেধ
বুলুগুল মারাম : ৯৯৪
বুলুগুল মারামহাদিস নম্বর ৯৯৪
وَلِمُسْلِمٍ: عَنْ مَيْمُونَةَ نَفْسِهَا، أَنَّ النَّبِيَّ - صلى الله عليه وسلم - تَزَوَّجَهَا وَهُوَ حَلَالٌ
মাইমূনাহ (রাঃ) হতে বর্ণিতঃ
নাৰী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাকে হালাল (ইহরামহীন) অবস্থায় বিবাহ করেছিলেন। [১০৮৭]
[১০৮৭] মুসলিম ১৪১১, তিরমিয়ী ৮৪৫, আবু দাউদ ১৮৪৩ ইবনু মাজাহ ১৯৬৪. আহমাদ ২৬২৮৮, দারেম ১৮২৪।