পরিচ্ছেদ ১৯.
ইহরামরত ব্যক্তির নিজের বিবাহ করা বা অপরকে বিবাহ দেওয়া নিষেধ
বুলুগুল মারাম : ৯৯৩
বুলুগুল মারামহাদিস নম্বর ৯৯৩
وَعَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: تَزَوَّجَ النَّبِيُّ - صلى الله عليه وسلم - مَيْمُونَةَ وَهُوَ مُحْرِمٌ. مُتَّفَقٌ عَلَيْهِ
ইবনু আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) মাইমুনাকে (রাঃ) মুহরিম্ অবস্থায় বিবাহ করেছিলেন। [১০৮৬]
[১০৮৬] বুখারী ৪২৫৯, ৫১১৪, মুসলিম ১৪১০, তিরমিয়ী ৮৪২, ৮৪৩, নাসায়ী ২৮৩৭, ২৮৩৮, ২৮৪০, আবু দাউদ ১৮৪৪, ইবনু মাজাহ ১৯৬৫, আহমাদ ১৯২২,দারেনী ১৮২২। হাদীসটি যেহেতু মুত্তাফাকুন আলাইহের হাদীস সুতরাং এর সনদসূত্র নিয়ে কারো কোন প্রকার সন্দেহ নেই। তবে মুহাদ্দিসগণ এ ব্যাপারে একমত হয়েছেন যে, ইবনু আব্বাস (রাঃ) এটি ভুলবশতঃ বলেছেন। কেননা, যার সঙ্গে বিবাহ হয়েছে, তিনি নিজেই পরবর্তী হাদীসে হালাল অবস্থায় বিবাহের কথা বলেছেন।