পরিচ্ছদঃ ১৯.
দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৯৯০
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৯৯০
وَقَالَ: «إِنَّمَا الصَّلَاةُ لِقِرَاءَةِ الْقُرْآنِ وَذِكْرِ اللّهِ فَإِذَا كُنْتَ فِيْهَا لِيَكُنْ ذلِك شَأْنُكَ» . رَوَاهُ أَبُوْ دَاوُدَ
এরপর তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) হতে বর্ণিতঃ
এরপর তিনি (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন, সলাত শুধু কুরআন পড়া ও আল্লাহর যিক্র করার জন্য। অতএব তোমরা যখন সলাত আদায় করবে তখন এ অবস্থায়ই থাকবে। (আবূ দাঊদ) [১]
[১] হাসান : আবূ দাঊদ ৯৩১।