পরিচ্ছদঃ ৩.
দ্বিতীয় ‘অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৯৯
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৯৯
وَرَوَاهُ ابْنُ مَاجَةَ نَحْوَه عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ عَنْ اَبِيْهِ عَنْ جَدِّه
আমর ইবনু শু‘আয়ব (রহঃ) হতে বর্ণিতঃ
ইবনু মাজাহ্ও এ অর্থের একটি হাদীস ‘আম্র ইবনু শু‘আয়ব হতে বর্ণনা করেছেন, যা তিনি তার পিতা, তার পিতা তার দাদার মাধ্যমে বর্ণনা করেছেন। [১]
[১] হাসান: ইবনু মাজাহ্ ৮২।