পরিচ্ছদঃ ১৯.
প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৯৮০
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৯৮০
وَعَنْ مُعَيْقِيبٍ عَنِ النَّبِيِّ ﷺ فِي الرَّجُلِ يُسَوِّي التُّرَابَ حَيْثُ يَسْجُدُ؟ قَالَ: إِنْ كُنْتَ فَاعِلًا فَوَاحِدَةً. (مُتَّفق عَلَيْهِ)
মু‘আয়ক্বীব (রাঃ) হতে বর্ণিতঃ
নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)–কে এক লোক সম্পর্কে প্রশ্ন করা হলো যে ব্যক্তি সলাতে সাজদার স্থানের মাটি সমান করে। তিনি বললেন, যদি তা করতেই চাও তবে শুধু একবার তা করবে। (বুখারী, মুসলিম) [১]
[১] সহীহ : বুখারী ১২০৭, মুসলিম ৫৪৪৬।