পরিচ্ছদঃ ১৮.
তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৯৭৪
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৯৭৪
وَعَنْ عَلِيٍّ ؓ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللّهِ ﷺ عَلَى اعْوَاد هذَا الْمِنْبَرِ يَقُولُ: «مَنْ قَرَأَ آيَةَ الْكُرْسِيِّ فِىْ دُبُرِ كُلِّ صَلَاةٍ لَمْ يَمْنَعْهُ مِنْ دُخُولِ الْجَنَّةِ إِلَّا الْمَوْتُ وَمَنْ قَرَأَهَا حِينَ يَأْخُذُ مَضْجَعَه امَنَهُ اللّهُ عَلى دَارِه وَدَارِ جَارِه وَأَهْلِ دُوَيْرَاتٍ حَوْلَه» . رَوَاهُ الْبَيْهَقِيُّ فِىْ شُعَبِ الْإِيْمَانِ وَقَالَ إِسْنَادُه ضَعِيْفٌ
‘আলী (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, আমি রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে এ মিম্বারের কাঠের উপর বসে বলতে শুনেছি, যে ব্যক্তি প্রতি সলাত শেষে আয়াতুল কুরসী পড়বে তাকে মৃত্যু ব্যতীত আর কোন বিষয় জান্নাতে প্রবেশে বাধা দিতে পারে না। আর যে ব্যক্তি ঘুমাবার সময় আয়াতুল কুরসী পড়বে, আল্লাহ তা‘আলা তার ঘর, প্রতিবেশীদের ঘর ও তার চারপাশের ঘর-বাড়ীর নিরাপত্তা দিবেন। এ হাদীসটি বায়হাক্বী শু‘আবুল ঈমান গ্রন্থে বর্ণনা করেছেন এবং বলেছেন, এর সূত্র দুর্বল। [১]
[১] মাওযূ‘ : শু‘আবুল ঈমান ২৩৯৫। কারণ এর সানাদে হাম্মুওয়াহি বিন আল হুসায়ন নামে একজনে দুর্বল এবং নাহশাল নামে একজন মিথ্যুক বর্ণনাকরী রয়েছে যেমনটি ইবনুল জাওযী (রহঃ) বলেছেন।