পরিচ্ছদঃ ১৮.
তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৯৭২
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৯৭২
عَنِ الْأَزْرَقِ بْنِ قَيْسٍ قَالَ: صَلّى بِنَا إِمَامٌ لَنَا يُكْنى أَبَا رِمْثَةَ قَالَ صَلَّيْتُ هذِهِ الصَّلَاةَ أَوْ مِثْلَ هذِهِ الصَّلَاةِ مَعَ رَسُولِ اللّهِ ﷺ قَالَ: وَكَانَ أَبُو بَكْرٍ وَعُمَرُ يَقُومَانِ فِي الصَّفِّ الْمُقَدَّمِ عَنْ يَمِينِه وَكَانَ رَجُلٌ قَدْ شَهِدَ التَّكْبِيرَةَ الْأُولى مِنَ الصَّلَاةِ فَصَلّى نَبِيُّ اللّهِ ﷺ ثُمَّ سَلَّمَ عَنْ يَمِينِه وَعَنْ يَسَارِه حَتّى رَأَيْنَا بَيَاضَ خَدَّيْهِ ثُمَّ انْفَتَلَ كَانْفِتَالِ أَبِي رِمْثَةَ يَعْنِي نَفْسَه فَقَامَ الرَّجُلُ الَّذِي أَدْرَكَ مَعَهُ التَّكْبِيرَةَ الْأُولى مِنَ الصَّلَاةِ يَشْفَعُ فَوَثَبَ إِلَيْهِ عُمَرُ فَأَخَذَ بِمَنْكِبِه فَهَزَّهُ ثُمَّ قَالَ اجْلِسْ فَإِنَّه لَمْ يُهْلِكْ أَهْلَ الْكِتَابِ إِلَّا أَنَّه لَمْ يَكُنْ بَيْنَ صَلواتِهِمْ فَصْلٌ. فَرَفَعَ النَّبِيُّ ﷺ بَصَرَه فَقَالَ: «أصَابَ اللهُ بِكَ يَا ابْنَ الْخَطَّابِ» . رَوَاهُ أَبُو دَاوُد
আযরাক্ব ইবনু ক্বায়স (রহঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, আমাদের ইমাম, যার উপনাম ছিল আবূ রিমসাহ্ (রাঃ), তিনি আমাদেরকে সলাত আদায় করালেন। সলাতের শেষে তিনি বললেন, আমি এ সলাত অথবা এ সলাতের মতো সলাত রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)–এর সাথে আদায় করেছি। আবূ রিমসাহ্ বলেন, আবূ বাক্র ও ‘উমার (রাঃ) প্রথম কাতারে রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর ডানপাশে দাঁড়ালেন। এক লোক এসে সলাতের প্রথম তাকবীরে উপস্থিত হলো। রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) সলাত আদায় করালেন। অতঃপর তিনি তার ডানে ও বামে সালাম ফিরালেন এমনকি আমরা তাঁর দুই গালের শুভ্রতা দেখতে পেলাম। তারপর তিনি (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ফিরলেন, যেভাবে রিমসাহ্ ফিরছেন। যে ব্যক্তি প্রথম তাকবীর পেয়েছিল, সে দাঁড়িয়ে সলাত আদায় করতে লাগল। ‘উমার তার দিকে চড়াও হলেন এবং তার দু’ কাঁধ ধরে ধাক্কা দিয়ে বললেন, বসে যাও। কারণ আহ্লে কিতাবরা ধ্বংস হয়েছে এজন্য যে, তারা দু’ সলাতের মাঝে কোন পার্থক্য করত না। ‘উমার-এর এ কথা শুনে নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) চোখ তুলে তাকিয়ে বললেন, হে খাত্ত্বাবের ছেলে! আল্লাহ তোমাকে সঠিক পথে পৌঁছিয়ে দিয়েছেন। (আবু দাঊদ) [১]
[১] সহীহ : আবূ দাঊদ ১০০৭, সহীহাহ্ ৩১৭৩, মু‘জামুল আওসাত্ব ২০৮৮, মুসতাদরাক লিল হাকিম ৯৯৬।