পরিচ্ছদঃ ১৮.
দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৯৬৮
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৯৬৮
عَنْ أَبِي أُمَامَةَ قَالَ: قِيلَ: يَا رَسُولَ اللّهِ أَيُّ الدُّعَاءِ أَسْمَعُ؟ قَالَ: جَوْفُ اللَّيْلِ الْاخِرِ وَدُبُرُ الصَّلَوَات الْمَكْتُوْبَاتِ . رَوَاهُ التِّرْمِذِيُّ
আবূ উমামাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রসূল! কোন্ (সময়ের) দু‘আ (আল্লাহর কাছে) বেশী শ্রুতি হয়। তিনি বললেন, শেষ রাতের মধ্যের (দু‘আ) এবং ফার্য সলাতের শেষের দু‘আ। (তিরমিযী) [১]
[১] হাসান লিগায়রিহী : তিরমিযী ৩৪৯৯, সহীহ আত্ তারগীব ১৬৪৮।