পরিচ্ছদঃ ১৭.
তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৯৫৮
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৯৫৮
وَعَنْ سَمُرَةَ قَالَ أَمَرَنَا رَسُوْلُ اللهُ صلى الله عليه و سلم أَنْ نَرُدَّ عَلَـى الْإِمَامِ وَأَنْ نَتَحَابَّ وَأَنْ يُسَلِّمَ بَعْضُنَا عَلـى بَعْضٍ. رَوَاهُ أَبُوْ دَاؤُدَ
সামুরাহ্ ইবনু জুনদুব (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু, আলাইহি ওয়া সাল্লাম) আমাদেরকে ইমামের সালামের উত্তর দিতে, একে অন্যকে ভালবাসতে ও পরস্পর সালাম বিনিময় করতে হুকুম দিয়েছেন। [১]
[১] য‘ঈফ : আবূ দাঊদ ১০০১, ইরওয়া ৩৬৯। এর দু’টি কারণ রয়েছে, প্রথমত এর সানাদে সা‘ঈদ ইবনু বাশীর নামে একজন দুর্বল রাবী রয়েছে, যেমনটি তাক্বরীবে বর্ণিত হয়েছে। দ্বিতীয়ত এটি সামুরাহ্ থেকে হাসান বসরীর বর্ণনা। আর তিনি মুদাল্লিস রাবী সামুরাহ্ থেকে হাদীসটি শ্রবণ করার বিষয়টি স্পষ্ট করে বর্ণনা করেননি।