পরিচ্ছদঃ ১৭.
প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৯৪৩
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৯৪৩
وَعَنْ عَامِرِ بْنِ سَعْدٍ عَنْ أَبِيهِ قَالَ كُنْتُ أَرى رَسُولَ اللهِ ﷺ يُسَلِّمُ عَنْ يَمِينِه وَعَنْ يَسَارِه حَتّى أَرَى بَيَاضَ خَدِّه. رَوَاهُ مُسْلِمٌ
আমির ইবনু সাদ তাবিঈ (রহঃ) হতে বর্ণিতঃ
তিনি তার পিতা সাদ ইবনু আবূ ওয়াক্কাস (রাঃ) হতে বর্ণনা করেছেন। তিনি বলেন, আমি দেখেছি রসূলুল্লাহ (সাল্লাল্লাহু, আলাইহি ওয়া সাল্লাম) তাঁর ডান দিকে ও বাম দিকে এভাবে সালাম ফিরাতেন যে, আমি তাঁর গালের শুভ্রতা দেখতে পেয়েছি। [১]
[১] সহীহ : মুসলিম ৫৮২, নাসায়ী ১৩১৭, ইবনু মাজাহ্ ৯১৫, সহীহ ইবনু হিব্বান ১৯৯২, ইরওয়া ৩৬৮।