পরিচ্ছদঃ ১৬.
তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৯৩৮
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৯৩৮
وَعَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ قَالَ إِنَّ الدُّعَاءَ مَوْقُوفٌ بَيْنَ السَّمَاءِ وَالأَرْضِ لَا يَصْعَدُ مِنْهُ شَيْءٌ حَتّى تُصَلِّيَ عَلَى نَبِيِّك. رَوَاهُ التِّرْمِذِيُّ
উমার ইবনুল খাত্ত্বাব (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, দুআ আসমান ও জমিনের মধ্যে লটকিয়ে থাকে। এর থেকে কিছুই উপরে উঠে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের নাবীর উপর দরূদ না পাঠাও। [১]
[১] সহীহ লিগয়রিহী : তিরমিযী ৪৮৬, সহীহ আত্ তারগীব ১৬৭৬।