পরিচ্ছদঃ ১৬.
দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৯২৪
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৯২৪
وَعَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللهِ ﷺ إِنَّ لِلّهِ مَلَائِكَةً سَيَّاحِيْنَ فِي الْأَرْضِ يُبَلِّغُونِيْ مِنْ أُمَّتِي السَّلَامَ. رَوَاهُ النِّسَآئِىُّ وَالدَّارِمِيُّ
উক্ত রাবী [আনাস (রাঃ)] হতে বর্ণিতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু, আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ আল্লাহর কিছু মালাক আছেন যারা পৃথিবীতে ঘুরে বেড়ান। তারা আমার উম্মাতের সালাম আমার কাছে পৌছান। [১]
[১] সহীহ : নাসায়ী ১২৮২, সিলসিলাহ্ আস্ সহীহাহ্ ২৮৫৩, হাকিম ২/৪২১, দারিমী ২৮১৬।