পরিচ্ছদঃ ১৪.
দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৯০১
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৯০১
وَعَنْ حُذَيْفَةَ أَنَّ النَّبِيَّ ﷺ كَانَ يَقُولُ بَيْنَ السَّجْدَتَيْنِ رَبِّ اغْفِرْلِي. رَوَاهُ النِّسَآئِىُّ وَالدَّارِمِيُّ
হুযায়ফাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, নাবী (সাল্লাল্লাহু, আলাইহি ওয়া সাল্লাম) দু’ সাজদাহর মাঝখানে বলতেন, “রাব্বিগফিরলী” – (অর্থাৎ - হে আল্লাহ! তুমি আমাকে মাফ করে দাও)। [১]
[১] সহীহ : নাসায়ী ১০৬৯, ইরওয়া ৩৩৫, দারিমী ১৩৬৩।