পরিচ্ছদঃ ১২.
তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৮৬৭
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৮৬৭
وَعَنْ عَبْدِ اللهِ بْنِ عُتْبَةَ بْنِ مَسْعُودٍ قَالَ قَرَا رَسُولُ اللهِ ﷺ فِي صَلَاةِ الْمَغْرِبِ بِحَٓمْ الدُّخَانِ. رَوَاهُ النِّسَآئِىُّ مُرْسَلًا
আবদুল্লাহ ইবনু ‘উতবাহ্ ইবনু মাস্‘ঊদ (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু, আলাইহি ওয়া সাল্লাম) মাগরিবের সালাতে সূরাহ ‘হা-মীম আদ দুখান’ তিলাওয়াত করলেন। [১]
[১] সানাদটি য‘ঈফ : নাসায়ী ৯৯৮।