পরিচ্ছদঃ ১২.
দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৮৪৯
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৮৪৯
وَعَنْ جَابِرِ بْنِ سَمُرَةََ قَالَ كَانَ النَّبِيُّ ﷺ يَقْرَاُ فِىْ صَلَاةِ الْمَغْرِبِ لَيْلَةَ الْجُمُعَةِ ﴿قُلْ يَاَيُّهَا الْكَافِرُوْنَ﴾ وَ ﴿قْلْ هُوَ اللهُ اَحَدٌ﴾. رَوَاهُ فِىْ شَرْحِ السُّنَّةِ
জাবির (রাঃ) ইবনু সামুরাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) জুমু’আর দিন রাতে (অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাতে) মাগরিবের সলাতে “কুল ইয়া-আইউহাল কা-ফিরুন” (সূরাহ্ আল কা-ফিরুন) ও “কুল হুওয়াল্ল-হু আহাদ” (সূরাহ্ ইখলাস) পাঠ করতেন। এ হাদিসটি শারহে সুন্নায় বর্ণিত হয়েছে। [১]
[১] খুবই দুর্বল : ইবনু হিব্বান ১৮৪১, য‘ঈফাহ্ ৫৫৯। ইমাম বায়হাক্বী (রহঃ) হাদীসটি সা‘ঈদ ইবনু সিমাল ইবনু হারব তার পিতা হতে এ সূত্রে বর্ণনা করে বলেনঃ আমি হাদীসটি জাবির (রাঃ) ইবনু সামুরাহ্ থেকে বর্ণিত বলেই জানি। অতঃপর তিনি হাদীসটি উল্লেখ করেন। ইবনু হিব্বান বলেনঃ মাহফূজ হলো যেমাক থেকে অর্থাৎ- সঠিক হলো হাদীসটি মুরসাল যাতে জাবির (রাঃ)-এর উল্লেখ নেই। আর তিনি (ইবনু হিব্বান) যার কথা উল্লেখ করেছেন তিনি এ সা‘ঈদ। আর ইবনু হিব্বান যদিও তাকে বিশ্বস্ত বলেছেন কিন্তু আবূ হাতিম তাকে মাতরূকুল হাদীস বলেছেন। আর হাফিয ইবনু হাজার আবূ হাতিম-এর কথার উপর নির্ভর করেছেন বা তার কথা সমর্থন করেছেন এবং তিনি ফাতহুল বারীতে বলেছেনঃ মাহফূজ হলো রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ দু’টি সূরাহ্ মাগরিবের সুন্নাতে পড়েছেন। আলবানী (রহঃ) বলেনঃ আবূ দাঊদ ও অন্যান্যরা হাদীসটি ইবনু ‘উমার থেকে সহীহ সানাদে বর্ণনা করেছেন।