পরিচ্ছদঃ ১২.
দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৮৪৪
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৮৪৪
وَعَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ كَانَ رَسُوْلُ الله ﷺ يَفْتَتِحُ صَلَاتَه بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيْمِ. رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ هذَا حَدِيْثٌ لَيْسَ اِسْنَادُه بِذَاكَ
(‘আবদুল্লাহ) ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেছেন রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) “বিসমিল্লা-হ” –এর সাথে সলাত শুরু করতেন। (ইমাম তিরমিযী এ হাদিস বর্ণনা করেন এবং বলেন, এ হাদিসের সানাদ শক্তিশালী নয়)। [১]
[১] সানাদ দুর্বল : তিরমিযী ২৪৫।