পরিচ্ছদঃ ১২.
প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৮৩৬
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৮৩৬
وَعَنْ عَمْرِو بْنِ حُرَيْثٍ أَنَّه سَمِعَ النَّبِيَّ ﷺ يَقْرَأُ فِي الْفَجْرِ وَاللَّيْلِ إِذَا عَسْعَسَ. رَوَاهُ مُسْلِمٌ
আমর ইবনু হুবায়স (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে ফাজ্রের সলাতে “ওয়াল লায়লি ইযা- ‘আস্আস্” সূরাহ্ তিলওয়াত করতে শুনেছেন। [১]
[১] সহীহ : মুসলিম ৪৫৬, আহমাদ ১৮৭৩৩, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৪০০৯।