পরিচ্ছদঃ ১২.
প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৮৩৪
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৮৩৪
وَعَنِ الْبَرَاءِ قَالَ سَمِعْتُ النَّبِيَّ ﷺ يَقْرَأُ فِي الْعِشَاءِ وَالتِّينِ وَالزَّيْتُونِ وَمَا سَمِعْتُ أَحَدًا أَحْسَنَ صَوْتًا مِنْهُ. مُتَّفَقٌ عَلَيْهِ
বারা (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, আমি রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে ‘ইশার সলাতে সূরাহ্ “ওয়াত্তীন ওয়ায যায়তূন” পাঠ করতে শুনেছি। তার চেয়ে মধুর স্বর আমি আর কারো শুনিনি। [১]
[১] সহীহ : বুখারী ৭৬৯, মুসলিম ৪৬৪।