পরিচ্ছদঃ ১২.
প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৮২৪
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৮২৪
وَعَنْ أَنَس أَنَّ النَّبِيَّ ﷺ وَاَبَا بَكْرٍ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا كَانُوا يَفْتَتِحُوْنَ الصَّلَاةَ بِـ﴿الْحَمْدُ للهِ رَبِّ الْعَالَمِيْنَ﴾. رَوَاهُ مُسْلِمٌ
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এবং আবূ বাক্র ও ‘উমার (রাঃ) সলাত “আলহাম্দু লিল্লা-হি রব্বিল ‘আ-লামীন” দিয়ে শুরু করতেন। [১]
[১] সহীহ : বুখারী ৭৪৩, মুসলিম ৩৯৯।