পরিচ্ছদঃ ১০.
তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৮১০
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৮১০
وَعَنْ اَبى حُمَيْدٍ السَّاعِدِيِّ قَالَ كَانَ رَسُولُ اللهِ ﷺ إِذَا قَامَ إِلَى الصَّلَاةِ اسْتَقْبَلَ الْقِبْلَةَ وَرَفَعَ يَدَيْهِ وَقَالَ اللّهُ أَكْبَرُ. رَوَاهُ ابن مَاجَةَ
আবূ হুমায়দ আস্ সা‘ইদী (রহঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) সলাতের জন্য ক্বিবলামুখী হয়ে দাঁড়াতেন। হাত উপরে উঠিয়ে তিনি বলতেন, ‘আল্লা-হ আকবার’। [১]
[১] সহীহ : ইবনু মাজাহ্ ৮০৩।