পরিচ্ছদঃ ১০.
দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৮০৩
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৮০৩
وَعَنْ قَبِيصَةَ بْنِ هُلْبٍ عَنْ أَبِيهِ قَالَ كَانَ رَسُولُ اللهِ ﷺ يَؤُمُّنَا فَيَأْخُذُ شِمَالَه بِيَمِينِه. رَوَاهُ التِّرْمِذِيُّ وابن مَاجَةَ
ক্ববীসাহ্ ইবনু হুলব (রহঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আমাদের ইমামতি করতেন। তিনি (দাঁড়ানো অবস্থায়) বাম হাতকে ডান হাত দিয়ে ধরতেন। [১]
[১] হাসান সহীহ : তিরমিযী ২৫২, ইবনু মাজাহ্ ৮০৯।