পরিচ্ছদঃ ৯.
তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৭৮৯
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৭৮৯
وَعَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ ﷺ إِذَا صَلّى أَحَدُكُمْ إِلى غَيْرِ السُتْرَةٍ فَإِنَّه يَقْطَعُ صَلَاتَهُ الْحِمَارُ وَالْخِنْزِيرُ وَالْيَهُودِيُّ وَالْمَجُوسِيُّ وَالْمَرْأَةُ وَيُجْزِئُ عَنْهُ إِذَا مَرُّوا بَيْنَ يَدَيْهِ عَلى قَذْفَةٍ بِحَجَرٍ. رَوَاهُ أَبُوْ دَاوٗدَ
ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমাদের কেউ যখন আড়াল ছাড়া (সুতরাহ্) সলাত (সালাত/নামায/নামাজ) আদায় করে, আর তার সম্মুখ দিয়ে গাধা, শূকর, ইয়াহূদী, মাজূসী ও স্ত্রীলোক অতিক্রম করে তাহলে তার সলাত (সালাত/নামায/নামাজ) ভেঙ্গে যাবে। তবে যদি একটি কঙ্কর নিক্ষেপের পরিমাণ দূর দিয়ে যায় তাহলে কোন দোষ নেই। (আবূ দাঊদ)[১]
[১] য‘ঈফ : আবূ দাঊদ ৭০৪, য‘ঈফ আল জামি‘ ৫৬৫। দু’টি কারণে প্রথমত এখানে তার أَحْسِبُه عَنْ رَسُوْلِ اللهِ উক্তির মাধ্যমে হাদীসটি মারফূ‘ হওয়ার বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন। দ্বিতীয়ত এখানে ইয়াহ্ইয়া ইবনু কাসীর-এর عَنْعَنَة রয়েছে।