পরিচ্ছদঃ ৮.
তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৭৭০
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৭৭০
وَعَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ قَالَ صَلّى بِنَا جَابِرٌ فِي إِزَارٍ قَدْ عَقَدَه مِنْ قِبَلِ قَفَاهُ وَثِيَابُه مَوْضُوعَةٌ عَلَى الْمِشْجَبِ فَقَالَ لَه قَائِلٌ تُصَلِّي فِي إِزَارٍ وَاحِدٍ فَقَالَ إِنَّمَا صَنَعْتُ ذلِكَ لِيَرَانِي أَحْمَقُ مِثْلُكَ وَأَيُّنَا كَانَ لَه ثَوْبَانِ عَلى عَهْدِ النَّبِيِّ ﷺ. رَوَاهُ الْبُخَارِيُّ
মুহাম্মাদ ইবনু মুনকাদির (রহঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, একদা জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ) আমাদের সাথে এক কাপড়ে সলাত আদায় করলেন। তিনি তা গিরা লাগিয়ে পিছনে ঘাড়ের উপর বেঁধে রেখেছিলেন। তখন তার অন্যান্য কাপড় খুঁটির উপর রাখা ছিল। একজন তাকে জিজ্ঞেস করল, আপনি এক লুঙ্গিতেই সলাত আদায় করলেন (অথচ আপনার আরও কাপড় ছিল)? উত্তরে তিনি বললেন, তোমার মত আহাম্মককে দেখাবার জন্য আমি এ কাজ করেছি। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর কালে আমাদের কার কাছেই বা দু’টি কাপড় ছিল? [১]
[১] সহীহ : বুখারী ৩৫২।