পরিচ্ছদঃ ৮.
দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৭৬২
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৭৬২
وَعَنْ عَائِشَةَ قَالَتْ قَالَ رَسُولُ اللهِ ﷺ لَا تُقْبَلُ صَلَاةُ الْحَائِضِ اِلَّا بِخِمَارٍ. رَوَاهُ أَبُوْ دَاوٗدَ وَالتِّرْمِذِيُّ
আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ ‘ওড়না’ ছাড়া প্রাপ্তবয়স্কা মহিলাদের সলাত কবূল হয় না। [১]
[১] সহীহ : আবূ দাঊেদ ৬৪১, তিরমিযী ৩৭৭, ইরওয়া ১৯৬।