পরিচ্ছদঃ ৮.
প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৭৫৯
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৭৫৯
وَعَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ قَالَ أُهْدِيَ لرَسُوْلِ اللهِ ﷺ فَرُّوجُ حَرِيرٍ فَلَبِسَه ثُمَّ صَلّى فِيهِ ثُمَّ انْصَرَفَ فَنَزَعَه نَزْعًا شَدِيدًا كَالْكَارِه لَه ثًمّ قَالَ لَا يَنْبَغِي هذَا لِلْمُتَّقِينَ. مُتَّفَقٌ عَلَيْهِ
উক্ববাহ ইবনু ‘আমির (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে রেশমের একটি ‘কাবা’ হাদীয়া দেয়া হল। তিনি সেটি পরে সলাত আদায় করলেন। সলাত শেষে তিনি কাবাটিকে অত্যন্ত অপছন্দনীয়ভাবে শরীর থেকে খুলে ফেললেন। এরপর তিনি বললেন, এ ‘কাবা’ মুত্তাকীদের পরা ঠিক নয়। [১]
[১] সহীহ : বুখারী ৩৭৫, মুসলিম ২০৭৫, নাসায়ী ৭৭০, আহমাদ ১৭৩৪৩, সহীহ ইবনু হিব্বান ৫৪৩৩, সহীহ আল জামি‘ ৭৭৯৮।