পরিচ্ছদঃ ৭.
দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৭৩৬
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৭৩৬
وَعَنْ مُعَاوِيَةَ بْنِ قُرَّةَ عَنْ أَبِيهِ أَنَّ رَسُوْلَ اللهِ ﷺ نَهى عَنْ هَاتَيْنِ الشَّجَرَتَيْنِ قَالَ يَعْنِي الْبَصَلَ وَالثُّومَ وَقَالَ مَنْ أَكَلَهُمَا فَلَا يَقْرَبَنَّ مَسْجِدَنَا وَقَالَ إِنْ كُنْتُمْ لَا بُدَّ آكِلِيْهِمَا فَأَمِيتُوهُمَا طَبْخًا. رَوَاهُ أَبُوْ دَاوٗدَ
মু‘আবিয়াহ্ ইবনু কুররাহ্ (রহঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) দু'টি গাছ অর্থাৎ পিঁয়াজ ও রসূন খেতে নিষেধ করেছে। যে তা খাবে সে যেন আমাদের মাসজিদের কাছে না আসে। তিনি আরো বলেছেন, যদি তোমাদের একান্তই খেতে হয় তবে পাকিয়ে দুর্গন্ধ দূর করে খাও। [১]
[১] সহীহ : আবূ দাঊদ ৩৮২৭, সিলসিলাহ্ আস্ সহীহাহ্ ৩১০৬।