পরিচ্ছদঃ ৫.
তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৬৭৯
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৬৭৯
وَعَنْهُ قَالَ كُنَّا نُؤْمَرُ بِالدُّعَاءِ عِنْدَ اَذَانِ الْمَغْرِبِ. رَوَاهُ الْبَيْهَقِىّ فِى الدَّعْوَاتِ الْكَبِيْرِ
‘আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, আমাদেরকে মাগরিবের আযানের সময় দু’আ করার জন্য হুকুম দেয়া হয়েছে। [১]
[১] য‘ঈফ : ইবনু আবি শায়বাহ্ ৮৪৬৭, বায়হাক্বীর দা‘ওয়াতুল কাবীর। কারণ এর সানাদে ‘আবদুর রহমান ইবনু ইসহক ইবনু হারিস নামে একজন দুর্বল রাবী রয়েছে।