পরিচ্ছদঃ ১৩.
তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৫৬৩
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫৬৩
رَوى مُجَاهِدُ عَنِ ابْنِ عَبَّاسِ لَّمَّا اشْتَدَّ عَلَيْهَا الْغُسْلُ اَمَرَهَا اَنْ تَجْمَعَ بَيْنَ الصَّلَاتَيْنِ
বর্ণনাকারী হতে বর্ণিতঃ
মুজাহিদ (রহঃ) ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণনা করেছেন। ফাত্বিমাহ্ (রাঃ)–এর প্রত্যেক সালাতের জন্য গোসল করা কঠিন হয়ে পড়লে তিনি (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এক গোসলে দুই সালাত একত্রে আদায় করতে নির্দেশ দিলেন। [১]
[১] মাওকূফ। সহীহ হাদীসের অভ্যন্তরে রয়েছে।