পরিচ্ছদঃ ১০.
দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৫৩৪
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫৩৪
وَقَدْ رَوى هُوَ وأَبُوْ دَاوٗدَ اَيْضًا عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ مُرْسَلًا
ইমাম নাসায়ী ও ইমাম আবূ দাঊদ হতে বর্ণিতঃ
আবূ দাউদ ও ইমাম নাসায়ী এ হাদীস 'আতা ' ইবনু ইবনু ইয়াসার (রহঃ) হতে মুরসাল হিসাবে বর্ণনা করেছেন।