পরিচ্ছদঃ ৮.
দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৫০৫
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫০৫
وَعَنِ الْمِقْدَامِ بْنِ مَعْدِيْكَرِبَ قَالَ نَهى رَسُوْلُ اللهِ ﷺ عَنْ لُّبْسِ جُلُوْدِ السِّبَاعِ وَالرُّكُوْبِ عَلَيْهَا. رَوَاهُ أَبُوْ دَاوٗدَ وَالنَّسَائِـيُِّ
মিক্বদাম ইবনু মা‘দীকারীব (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) হিংস্র জন্তুর চামড়া পরতে ও এর উপর আরোহণ করতে নিষেধ করেছেন। [১]
[১] সহীহ : নাসায়ী ৪২৫৫, সিলসিলাহ্ আস্ সহীহাহ্ ১০১১।